ওয়েব সিরিজ

রাজগঞ্জের পক্ষে গর্বের দিন রাজগঞ্জের মেয়ে সৌমিতা দাস তৈরি করে ফেলেছেন ওয়েব সিরিজ “সাইবার সিংঘম”। রাজগঞ্জ এলাকার বিভিন্ন দৃশ্যপট এই ওয়েব সিরিজে নিয়েছেন তিনি। রাজগঞ্জের ভদ্রেশ্বর এলাকার চা বাগান হিমালয় একাডেমী স্কুল এবং রাজগঞ্জ শ্রী সংঘ ক্লাবের বিভিন্ন দৃশ্যপট এই ওয়েব সিরিজে দেখতে পাওয়া যাবে। মূলত নারী পাচার চক্রের উপর ভিত্তি করে এই ওয়েব সিরিজটি তৈরি করা হয়েছে।

 এই প্রসঙ্গে সৌমিতা দাস বলেন, ভারতবর্ষের মধ্যে নারী পাচার পশ্চিমবঙ্গ প্রথম স্থানে রয়েছে। তারমধ্যে উত্তরবঙ্গের চা বলয় থেকে প্রচুর কিশোরী পাচার হয়ে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন স্থানে। তাই মানুষকে সচেতন করতে উত্তরবঙ্গের বিশেষ করে রাজগঞ্জের দৃশ্যপট নিয়ে তিনি তৈরি করেছেন "সাইবার সিংঘম" নামক ওয়েব সিরিজটি। এই ওয়েব সিরিজের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ তিনি। উল্লেখ্য রাজগঞ্জে প্রবীণ অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল কুমার দাসের মেয়ে সৌমিতা দাস এরকম একটি ওয়েব সিরিজ তৈরি করে রাজগঞ্জের মুখ উজ্জ্বল করেছেন। এই প্রসঙ্গে তিনি বলেন তার খুব ভালো লাগছে তার নিজের এলাকায় এসে এভাবে একটি ওয়েব সিরিজ তিনি তৈরি করতে পেরেছেন। ইতিমধ্যে এটি ইউটিউব চ্যানেলে ডাউনলোড করা হয়েছে। 

রাজগঞ্জ থেকে রামপ্রসাদ মোদকের রিপোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *