কংক্রিট সিসি রাস্তার কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ সামিল স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা
বিদ্যুৎ কান্তি বর্মন,ঘোকসাডাঙ্গা: মাথাভাঙ্গা দুই নং পঞ্চায়েত সমিতির অন্তর্গত বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েতের 9নং সংসদ এর দেওয়ান বস ২/৩৫নং বুথ এলাকায় ৩১লক্ষ ৬২হাজার ছয়শ একষট্টি টাকা বরাদ্দের ১১০০মিটার দৈর্ঘ্যের কংক্রিট সিসি রাস্তার কাজ স্থানীয় ৯ নং সংসদ এলাকায় বিজেপি পঞ্চায়েত সদস্যকে না জানিয়ে ও ওই এলাকার বিজেপি কর্মী-সমর্থকদের জব কার্ড মোতাবেক কাজ না দেওয়ার অভিযোগ তোলার পাশাপাশি নিম্নমানের কাজ শুরু হওয়ায় কংক্রিট রাস্তার কাজ বন্ধ করে দিল বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা দুই নং পঞ্চায়েত সমিতির অন্তর্গত বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েতের ৯নং সংসদ এর দেওয়ান বস ২/৩৫নং বুথ এলাকার মতি বাড়ি হইতে মুকুলডাঙ্গা পর্যন্ত ১১০০ মিটার দৈর্ঘ্যের একটি কংক্রিট রাস্তার কাজে । স্থানীয় সূত্রে জানা যায় সংশ্লিষ্ট ঠিকাদার রাস্তার কাজ শুরু করবেন বলে মাল ফেলে।কিন্তু সেই রাস্তার কাজের সমস্ত মাল ম্যাটেরিয়াল নিম্নমানের বলে সাথ-সাথ অভিযোগ তুলে বিজেপি কর্মী সমর্থক কাজ বন্ধ করে দেয়। এ বিষয়ে স্থানীয় নবার আলী খান হৃদয় বর্মন, জ্যোতিষ বর্মন সহ স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা জানান রাস্তা নির্মাণ সামগ্রী ফেলা হয়েছে।এর পাশাপাশি জব কার্ড থাকার শর্তেও স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের কাজ দেওয়া হচ্ছে না এবং তৃণমূল অনিয়মিত নানা ধরনের দুর্নীতিমূলক কাজ করছে।এখানে ৯ নম্বর সংসদে ৮ নম্বর সংসদের বোর্ড লাগিয়ে কাজ শুরু করেছে এমনই নানান অভিযোগ তুলে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কাজের সঠিক মীমাংসা হলে তবেই কাজ করতে দেওয়া হবে ।
অপরদিকে এ বিষয়ে ৯ নং সংসদের দেওয়ান বস 2-35 নং বুথের বিজেপি পঞ্চায়েত সদস্য সুশীল মন্ডল জানান এখানে পঞ্চায়েত রয়েছে, অথচ পঞ্চায়েত কে না জানিয়ে কাজ শুরু করা হচ্ছে এটা কোন ধরনের রাজনীতি যেখানে সাধারন মানুষের সুবিধার্থে সকলে কাজ করা উচিত তার মাঝে মাঝে অনৈতিক রাজনীতি। কাজ শুরুর প্রথমেই বলা হয়েছিল দলমত নির্বিশেষে এ রাস্তার কাজটি করা হবে রাস্তার কাজ প্রথমে এক হাজার মিটারের থাকলেও পরে মুকুল ডাঙ্গা প্রাইমারি স্কুল পর্যন্ত করার আবদার রেখে সেটাকে বাড়িয়ে এগারোশো মিটার করা হয়। এখানে ৯নং সংসদ থেকে রাস্তায় শুরু হলেও ৮নং সংসদের বোর্ড লাগানো হয়েছে , সাথে রাস্তার কাজের উপযুক্ত সামগ্রিক না ফেলে নিম্নমান সামগ্রী ফেলা হচ্ছে, এই এলাকার বিজেপি কর্মী-সমর্থকদের জব কার্ড থাকার সত্বেও, তৃণমূল ৯ নং সংসদের তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে কাজ শুরু করতে চেয়েছে আমরা আজ সেই কাজ সঠিক সুরাহা চেয়ে বিক্ষোভের সামিল হয়েছি। সঠিক সমাধান হলে অবশ্যই রাস্তার কাজ করা হবে। অপরদিকে একেবারে নিম্নমানের নির্মাণ সামগ্রী কেন ফেলা হচ্ছে এ বিষয়ে আমরা জানতে চাই।
এ বিষয়ে 2-35 নং দেওয়ান বস বুথের তৃণমূল কংগ্রেসের সভাপতি দ্বিজেন বর্মন জানান কে বা কারা রাস্তার কাজ শুরু করেছে আমাদের জানা নেই। এটা ব্লক স্তরের কাজ ব্লক স্তর কাজ ব্লক থেকে আমাদের হাতে অর্ডার এলে আমরা রাস্তার কাজ কি আছে দেখে নেব। অল রেডি আমরা সংশ্লিষ্ট ঠিকাদার এর সাথে কথা বলে বেশকিছু রাস্তার ধারের গাছ কেটেছি কাজ শুরু হবে বলে। দেওয়ানবাগ এলাকায় অলরেডি চারটা কাজ চলছে। বিজেপি দেখছে এলাকার জনসাধারণকে আর কোনভাবেই আটকানো সম্ভব নয় তাই তারা এদিন সামগ্রী ফেলার সাথে সাথেই সেখানে দলীয় ঝান্ডা লাগিয়ে স্লোগান তুলে কিছু তোলাবাজির ধান্দা করছে। হয়তো সংশ্লিষ্ট ঠিকাদার রাস্তা উদ্বোধন করবে বলেই এক গাড়ি মাল ম্যাটেরিয়াল ফেলেছে, যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার আমাদের জানায়নি আমরা এখনো সেই মাল মেটেনি অংশগুলো দেখিনি আমরা চাই উন্নয়নের সাথে উন্নত মানের কাজ হোক। ব্লক থেকে কাজের অর্ডার কপি এলেই কি আছে আমরা পুরোটা দেখে নেব।