কংগ্রেসের ভুয়ো যোগদানের পর্দা ফাঁস করলো খোদ যোগদানকারী
তৃণমূল থেকে কেউ যোগদান করেনি অথচ কংগ্রেসের দাবি ছিল ২০০ জন যোগ দিয়েছে, ক্যামেরার সামনে মুখ লুকিয়ে বেজায় অস্বস্তিতে কংগ্রেস, মন্ত্রীর পাগল কটাক্ষ সত্যি প্রমাণিত হলো দাবী তৃণমূলের
মালদা;১৬মার্চ: কংগ্রেসের ভুয়ো যোগদানের পর্দাফাঁস। পর্দাফাঁস করলো যোগদানকারী। এই যোগদান প্রসঙ্গেই স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তার বন্ধু প্রাক্তন কংগ্রেস বিধায়ককে পাগল বলে কটাক্ষ করেছিলেন। তৃণমূলের দাবি সেই কটাক্ষই সত্যি প্রমাণিত হলো। যদিও এই প্রসঙ্গে নীরব কংগ্রেস। অস্বস্তিতে পড়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাইনি কেউ। প্রসঙ্গত কিছু দিন আগে মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইসলামপুর এলাকায় কংগ্রেসের একটি যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের সম্পাদক মোস্তাক আলমের হাত ধরে হয় এই যোগদান। কংগ্রেস দাবি করে বিজেপি থেকে ৩০০ জন এবং তৃণমূল থেকে ২০০ জন কংগ্রেসে যোগ দিয়েছে। যোগদানকারীদের মধ্যে যোগেশ স্বর্ণকার দাবী করেন তিনি তৃণমূল করতেন এবং বিদ্যালয় পরিচালন সমিতির নির্বাচনেও তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন। মোস্তাক আলমও সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন তৃণমূল থেকে যোগদান করেছে। কিন্তু কয়েকদিন যেতেই ১৮০° ডিগ্রী পাল্টি খেলেন যোগদানকারী যোগেশ স্বর্ণকার। তিনি জানান তিনি ভুল বলেছিলেন।কোন দিন তিনি তৃণমূলে ছিলেন না। সেদিনের যোগদান কর্মসূচিতে ২০ থেকে ২৫ জন যোগ দিয়েছিল।আর তারা সবাই বিজেপির। প্রচারে আসার জন্য কংগ্রেসের এটা পরিকল্পনা ছিল বলে তিনি জানান।চাপের মুখে ভুল বশত বলে দিয়ে ছিলেন বলে ক্ষমা চেয়ে নেন তৃণমূল নেতৃত্বের কাছে। আর এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গেছে এলাকার রাজনৈতিক মহলে। তৃণমূলের দাবি মন্ত্রী তাজমুল হোসেন পাগল বলে ঠিকই বলেছিলেন।যেখানে তৃণমূল থেকে একজনও যোগ দেয়নি সেখানে কংগ্রেস দাবি করেছিল ২০০ জন যোগ দিয়েছে।তৃণমূলের আরো অভিযোগ মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি করতে চাইছে কংগ্রেস।যদিও সমগ্র ঘটনায় বেজায় অস্বস্তিতে পড়েছে কংগ্রেস নেতৃত্ব।মোস্তাক আলম বা অন্যান্য নেতৃত্ব কেউই ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি।
যোগদানকারী যোগেশ স্বর্ণকার বলেন, আমি তৃণমূল থেকে যোগদান করি নি। আমরা বিজেপি করতাম। সেদিন যে কয়েকজন যোগ দিয়েছিল তারা সকলে বিজেপির। তৃণমূল থেকে কেউ যোগ দেয় নি। কংগ্রেস নেতৃত্বের চাপে আমি ভুল বলেছিলাম।
মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মু রহমান বলেন, আমাদের বিধায়ক তাজমুল হোসেন বন্ধু মোস্তাক আলমকে মজা করে পাগল কটাক্ষ করেছিলেন। কিন্তু এখন সেটাই সত্যি প্রমাণিত হলো। আমাদের তৃণমূল থেকে কেউ যোগ দেয়নি অথচ ওরা বলেছিল তৃণমূল থেকে যোগ দিয়েছে। কংগ্রেসের নাটক ধরা পড়ে গেছে।
প্রসঙ্গত সাগরদিঘী উপ-নির্বাচনে জয় লাভের পর মালদাতেও নিজেদের জমি ফিরে পেতে মরিয়া কংগ্রেস। সাংগঠনিক শক্তিবৃদ্ধি করতে চলছে একের পর এক যোগদান কর্মসূচি। কংগ্রেস বারবার দাবি করছিল তৃণমূলের এবার ঘর ভাঙছে। কিন্তু এবার যোগদানকারীর এই দাবিতে স্বাভাবিক ভাবে অস্বস্তিত কংগ্রেস নেতৃত্ব।