কন্যাশ্রী দিবসে র্যালি ও জল সংরক্ষণের বার্তা সাহুডাঙ্গি হাট পিকে রায় হাই স্কুলের ছাত্রছাত্রীদের
সাহুডাঙ্গি: কন্যাশ্রী দিবসে প্রথমে সচেতনতামূলক রেলি পরে গ্রামবাসীদের জল সংরক্ষণ নিয়ে সচেতনতার বার্তা দিলেন সাহুডাংগি হাট পিকে রায় হাই স্কুলের ছাত্রছাত্রীরা। কন্যাশ্রী দিবস উপলক্ষে প্রথমে সাহুডাঙ্গীর ক্যালেন মোড় থেকে শিবনাথ পাড়া পর্যন্ত সচেতনতামূলক রেলি করে ওই স্কুলের জেসি বোস হাউস ও কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের সাথে স্কুলের শিক্ষক শিক্ষিকা রা, সাথে হাজির ছিলেন ভোরের আলো থানার ওসি সন্দীপ দত্ত। সচেতনতামূলক র্যালীর শেষে শিবনাথ পাড়ার গ্রামবাসীদের জল নিয়ে সচেতন করেন ছাত্র-ছাত্রীরা, এবং আগামী প্রজন্মের জন্য জল যাতে নষ্ট না করে সংরক্ষণ করা যায় তারও বার্তা দেন। শেষে প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী জানান আজ কন্যাশ্রী দিবস তাই আমাদের স্কুলের কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা প্রথমে রেলি করে তারপরে গ্রামবাসীদের জল নিয়ে সচেতন করে, এবং কন্যাশ্রী যে টাকা রাজ্য সরকার দেয় তা যাতে শিক্ষার জন্যই ব্যবহার হয় তারও আবেদন করেন প্রধান শিক্ষক।
