করনদিঘীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালন

Uploader: KSHIRODA ROY

বিশ্বনাথ সিংহ,করনদিঘী: আজ ১৬ই মে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে গ্রামীন সম্পদ কর্মী তথা ভিআরপি দ্বারা সচেতনতামূলক প্রচার শিবির অনুষ্ঠিত হলো করনদিঘীর বিভিন্ন এলাকায়। উত্তর দিনাজপুর জেলার করনদিঘী ব্লকের ১৩টি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুপারভাইজার সহ ভিআরপি’রা বিভিন্ন এলাকার মানুষের মধ‍্যে লিফলেট দিয়ে পতঙ্গবাহিত রোগ তথা ডেঙ্গু বিষয়ে সচেতন করেন।করনদিঘী ব্লকের অধীন লাহুতাড়া-২ গ্রাম পঞ্চায়েতের পতঙ্গবাহিত রোগ নির্মূল করনের দ্বায়িত্বপ্রাপ্ত সমীক্ষা দলের সুপারভাইজার গৌতম কুমার সিংহ জানান – ডেঙ্গু নির্মূল করাই হল আসল উদ্দেশ‍্য।এই লক্ষ‍্যে ব্লকের নির্দেশে সারা বছর ধরে গ্রামীন এলাকার মানুষের প্রতি বাড়ি গিয়ে বাড়ির কোথাও জল জমতে না দেওয়া,বাড়ির চারপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখা,জ্বর,সর্দি-কাশি হলে ডাক্তার দেখানো সহ বিভিন্ন বিষয়ে সচেতন করা এবং প্রয়োজনে ভিআরপি দ্বারা চিহ্নিত এলাকায় লার্ভা নাশক স্পে কিংবা মশা দমনে ফগিং করা,নালা নর্দমায় গাপ্পী মাছ ছাড়া প্রভৃতি করা হয়। ভিআরপি জয়গোপাল সিংহ জানান পতঙ্গবাহিত রোগ নির্মূল করনের পাশাপাশি করোনা পরিস্থিতিতে সকলকে মুখে মাস্ক পরা,সামাজিক দূরত্ব বজায় রাখা,স‍্যানিটাইজার কিংবা সাবান দিয়ে হাত ধোওয়া সহ বিভিন্ন স্বাস্থ‍্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *