করনদিঘীতে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস পালন বিজেপির

বিশ্বনাথ সিংহ,করনদিঘী: আজ ২৩ শে জুন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস উপলক্ষে করনদিঘীতে বিজেপি দলীয় কার্যালয়ে ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ফটোতে পুষ্পাঞ্জলি নিবেদন করলেন করনদিঘী বিজেপি নেতৃত্বরা।
উপস্থিত ছিলেন- করনদিঘী বিধানসভার মজদুর ট্রেড ইউনিয়নের সভাপতি ভূপাল সাহা ১৪ ও ১৫ নং মন্ডলের প্রাক্তন সভাপতি সম্পা মহন্ত , মৃনাল কান্তি ঘোষ এবং ১৪ নং মন্ডলের সাধারণ সম্পাদক অপিল সিনহা,আইটিসেল কনভেনার দীপঙ্কর দাস সহ অন্যান্য কার্যকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *