করনদিঘীতে বজ্রপাতে মৃত্যু ১ জনের
ধর্মেন সিংহ, উত্তর দিনাজপুর: আজ উত্তর দিনাজপুর জেলার করনদিঘী ব্লকের লাহুতাড়া ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার মেহেন্দাবাড়ী বাসুদেবপুর গ্রামের বাসিন্দা আশরাফুল হক নামে এক ব্যক্তি সকালে পাতনোর পার্শ্বস্থ পালশায় শ্রমিকের কাজ করতে যান। সকাল সাতটার পর উত্তর দিনাজপুর জেলার বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ মসুলধারে বৃষ্টি শুরু হয়। পরে এলাকার বাসিন্দারা একজন ব্যক্তির দেহ মাঠের মধ্যে পড়ে থাকতে দেখেন। বাজ পরে মাঠেই মৃত্যু হয় শ্রমিকের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ময়না তদন্তের জন্য মৃতদেহ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার কথা শোনার পর ঐ এলাকায় আসেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গৌতম পাল। তিনি ঐ পরিবারের হাতে তুলে দেন নগদ দশ হাজার টাকা, পাঁচ বস্তা চাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী। এছাড়াও ঐ পরিবারটি যাতে সরকারের আপৎকালীন তহবিল থেকে দু’লাখ টাকা দেওয়া হবে বলে জানা গেছে। করনদিঘী ব্লকের বিডিও সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। মৃত ঐ ব্যক্তির পরিবারকে সমবেদনা জানাতে আসেন করণদিঘী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ সিনহা, শিক্ষক শ্যামলাল মাহাতো।