করনদিঘীতে বিজেপির কিষান মোর্চার ডেপুটেশন
বিশ্বনাথ সিংহ,করনদিঘী,১৭ জুন: বিজেপির পক্ষ থেকে আজ উত্তর দিনাজপুর জেলার করনদিঘী বিধানসভার বিজেপির ৫টি মন্ডলের কিষান মোর্চার উদ্যোগে কৃষি লোন মুকুব,কৃষি লোনের জন্য আবেদনকারী কৃষকদের অবিলম্বে কৃষি লোনের প্রদান,কৃষকদের কিষান ক্রেডিট কার্ড প্রদান,কৃষকদের কৃষি সরঞ্জাম প্রদান,লকডাউনের ফলে পরিযায়ী শ্রমিকদের জন্য ২ হাজার টাকা প্রদান,কৃষক বাজারে ধান বিক্রীর সময় ধলতা নেওয়া বন্ধ করা সহ কয়েক দফা দাবীর ভিত্তিতে কৃষকদের স্বার্থে করনদিঘী ADO অফিসে ডেপুটেশন দিল।উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার সহ-সভাপতি নিখিল চন্দ্র সরকার,করনদিঘী বিধানসভার সংযোজক সত্যনারায়ন সিংহ,পর্যবেক্ষক নির্মল দাস,কৃষি বিরোধী দলনেতা সুবোধ মাহাতো,বিধানসভার ৫টি মন্ডল সভাপতি-হরি মোহন মজুমদার,বিকাশ চন্দ্র দাস, রীতা বিশ্বাস,অজয় কুমার সিংহ,কমল কুন্ডু ও আইটি সেলের দ্বায়িত্ব প্রাপ্ত দীপঙ্কর দাস সহ অন্যান্য পদাধিকারী কার্যকর্তারা।