করনদিঘীত চাউল,ডাইল দিয়া মানষিক সাহাইয্য করিল বিজেপি
বিশ্বনাথ সিংহ,করনদিঘী,২০ মে:লকডাউনত খাটি খাওয়া মানষির অবস্থার কাথা ভাবিয়া ভারতীয় জনতা পার্টির তরফে চাউল,ডাইল,আলু,তেল,নুন আরহ আটা দিল উত্তর দিনাজপুর জেলা বিজেপি।আজি করনদিঘী বিধানসভার সৌগ মন্ডলের ২০ ঝন করে বোনিহার খাটি খাওয়া মানষি,ব্রাহ্মন আরহ ক্ষৌরকর্মী সমাজের মানষির মইধ্যে খাইদ্য বাটিল বিজেপি কর্মীগিলা।আজিকার কর্মসূচীত হাজির ছিলে বিজেপির উত্তর দিনাজপুর জেলা গড়েয়া বিশ্বজিৎ লাহিড়ী,মাড়েয়া প্রবীর ঘোষ,করনদিঘী বিধানসভার সংযোজক সত্যনারায়ন সিংহ, আরহ করনদিঘী বিধানসভার কয়েকঝন কর্মী।বিশ্বজিৎ বাবু জানাইচে গোটা দেশত লকডাউনত কাম কাজ বন্ধ হওয়াতে দিন আনা দিন খাওয়া মানষির অবস্থা খারাপ হয়া পড়িচে।তার বাদে স্বাস্থ্য বিধি মানেয়া এই খাইদ্য সামগ্রী তুলি দুয়া হইল।