করোনাত আক্রান্ত তৃণমূল কংগ্রেসের ফালাকাটার যুব সভাপতি
উৎপল রায়: এইবার করোনাত আক্রান্ত হইলেক ফালাকাটা ব্লকের তৃণমূল যুব নেতা সঞ্জয় দাস । উমার সাথত আক্রান্ত হইলেক আলিপুরদুয়ার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি অনন্ত সরকার। সঞ্জয় দাস পার্টির যুব সভাপতি হবার সাথত ফালাকাটা পঞ্চায়েত সমিতির পূর্ত দফতরের কর্মাধ্যক্ষের পদ’ত আছেন উমরা। যুবনেতা আরোহ্ ছাত্র নেতার করোনা পজিটিভ আইসাতে চিন্তাত পরিসে পার্টির নেতারঘর সাথত যুব নেতা পূর্ত কর্মাধ্যক্ষ হবার বাদে ভেল্লা সরকারী অনুষ্ঠানতও উপস্থিত আছিল। জানা গেইসে বিতা কয়দিন থাকি ময়রাডাঙ্গা আরোহ্ ধনীরামপুর ১ অঞ্চল’ত উমার নেতৃত্বত পার্টির ভেল্লা যোগদান পর্ব হয়। যুবনেতার পজিটিভ আইসাতে বর্তমানত ফালাকাটা’ত পরিস্থিতি এখনা ব্যাকফুটত। কারন যুবনেতার গাও ঘেঁষাঘেঁষি ভেল্লা নেতা কর্মী হইসে । ব্লক সভাপতি সন্তোষ বর্মন জানাইলেক , বিতা কয়দিন থাকি জ্বর আছিল্ যুবনেতার । পাছত উমার সাথত পরিয়ালের সগারে করোনা টেস্ট করাইলে রিপোর্ট পজিটিভ আইসে। বিতা তিন দিন আগতও যুবনেতা পার্টির মিটিংত ব্লক অফিসত উপস্থিত আছিল তার বাদে আইজ ব্লক পার্টি অফিস স্যানিটাইজ করা হইসে।উমরা আরোহ্ জানালেক যুবনেতা-ছাত্রনেতা বর্তমানত হোম আইসোলোশনত আছে। আজি নয়া করি লালারস সংগ্রহ করা হইসে বুলি জানাইলেক।