করোনা আক্রান্তের শিকার বিজেপি নেতা
সঞ্জয় হালদার,শিলিগুড়ি: শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক করোনায় আক্রান্ত হয়ে জলপাইগুড়িতে চিকিৎসাধীন। উল্লেখ্য, রাজু সাহা গত 06/06/2020 তারিখে জ্বর অনুভূত করায় প্রায় ১০ দিন পূর্বে করোনা পরীক্ষার জন্য নিজের লালা রস প্রদান করেন। তারপর তিনি নিজেই আগাম ৭ দিন ICMR এর গাইড লাইন মেনে হোম কোয়ারাইন্টাইনে (Home Quarantine) ছিলেন। কিন্তু গতকাল রাতে তার রিপোর্ট পজিটিভ আসে এবং তিনি জলপাইগুড়ির হাসপাতালে ভর্তি হন (যদিও তিনি বর্তমানে সুস্থ আছেন বলে জানা গিয়েছে)। এর মধ্যে তিনি তার হোম কোয়ারাইন্টাইন পর্ব শেষ করার পরেই দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন ফলে যে সমস্ত কার্যকর্তারা গত ৪ দিনে তার সংস্পর্শে এসেছে তাদের সকলকে হোম কোয়ারাইন্টাইনে থাকতে হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে ।