করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে, অনির্দিষ্টকালের জন্য যানবাহন চলাচল বন্ধ দিনহাটায়: উদয়ন
রাহুল দেব বর্মন ,দিনহাটা –
ইতিমধ্যে কোচবিহার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা মোট 69 জন বলেজানিয়েছেন কোচবিহার জেলার জেলাশাসক।
গত দুদিন ধরেই দ্রুত হারে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন জেলা প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ।
এর থেকে বেশি চিন্তিত দিনহাটা মহকুমার প্রশাসন এবং সাধারণ মানুষ। ইতিমধ্যে কোচবিহার জেলা প্রশাসন ২৩টি এলাকাকে কনটেইনমেন্ট জোন ঘোষণা করে। যার মধ্যে ২২টি কনটেইনমেন্ট জোন দিনহাটা ১ ও ২নং ব্লক এবং সিতাই ব্লকের কিছু জায়গায় রয়েছে।
কনটেইনমেন্ট জোন ঘোষণার পরেই আজ রবিবার নতুন করে 37 জনের করোনা আক্রান্তের হদিস পেয়ে উদ্বিগ্ন দিনহাটার বিধায়ক তথা পৌরপিতা উদয়ন গুহ।
দ্রুত করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য দিনহাটা মহকুমার বাইক, টোটো, অটো চলাচল বন্ধের নির্দেশ দিলেন তিনি। এই নির্দেশ তিনি তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে দিনহাটা মহকুমার সকল জনসাধারণের উদ্দেশ্যেও ঘোষণা করেন।