করোনা আক্রান্ত হয়া মৃত্যু সোয়ামির, দুইটা ছোট ছাওয়া সোদে আত্মহত্যার চেষ্টা বোনুষের
করোনা আক্রান্ত হয়া মারা গেইসে স্কুল মাস্টার সোয়ামি। দুইটা ছাওয়াক নিয়া রেল লাইনের উপর ঝাঁপ দিয়া আত্মহত্যার চেষ্টা বোনুষের (স্ত্রীর)। শিলিগুড়ির চম্পাসারির নিবেদিতা রোডের উপর বাড়ি, খড়িবাড়ি রাম জনম প্রাথমিক বিদ্যালয়ের মাস্টার সঞ্জীব মাহাতো (৩৮)। বিতা ২ তারিখ বুকের সমস্যা নিয়া শিলিগুড়ি সদর হাসপাতালত ভর্তি হয়। বিতা কালি রিপোর্ট আইসে যে ঐ মাস্টার কোভিড পজিটিভ। সোমবার রাইতোত মৃত্যু হয় ঐ মাস্টারের। এই খবর জানার পর ভাঙি পড়ে মাস্টারের বোনুষ (স্ত্রী) সীমা মাহাতো। হতভম্ব সীমা দেবী তার দুইটা ছোট ছাওয়া প্রাপ্তি মাহাতো আর হৃষিতা মাহাতোক নিয়া বাড়ি থাকি বাইর হয় দুপুরাখন। এনজেপি পহুছি ফুটওভার ব্রিজ চড়ি ছাওয়া দুইটাক নিয়া ঝাঁপ দেয় রেল লাইনের উপর। সীমা মাহাতোর মাথাত আঘাত নাগে, রক্ত বাইর হয়। সীমা মাহাতোর অবস্থা আশঙ্কাজনক। দুইটা বেটি ছাওয়ার মইধ্যে একজনের হাত ভাঙিসে আর অইন্য একজনের ঠ্যাং ভাঙি গেইসে বুলি জানা গেইসে। আহত তিনজনে নর্থবেঙ্গল মেডিক্যাল কলেজত ভর্তি আছে। এই ঘটনাত শিলিগুড়ি শিক্ষক মহলত নামি আইসে শোকের ছায়া।