করোনা নিয়ে অশনিসংকেত ওএসডি এর

নিউজ ডেস্ক, শিলিগুড়ি: দুর্গোৎসব শেষে করোনা নিয়ে ফের অশনিসংকেত জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের। পুজোর দিনগুলিতে জেলায় মণ্ডপে মণ্ডপে ভিড় এবং বিশেষ করে বিসর্জন ঘাটে জনসমাগম দেখে করোনা সংক্রমনের আশঙ্কা করছে জেলা স্বাস্থ্য দপ্তর। মঙ্গলবার করোনা বিষয়ক উত্তরবঙ্গের ওএসডি ড: সুশান্ত কুমার রায় জানান অষ্টমী পর্যন্ত সব ঠিকঠাক থাকলে ও নবমী ও দশমীতে যে হারে জনসমাগম ঘটেছে তা সত্যিই চিন্তার ব্যাপার। তিনি বলেন কিছুদিনের মধ্যেই এর ফল ভয়ানক হতে পারে। ব্যাপকভাবে সংক্রমণ সংক্রমণের আশঙ্কা করেছেন ডক্টর সুশান্ত কুমার রায়। তিনি বলেন জেলা স্বাস্থ্য দপ্তর ও মিডিয়ার পক্ষ থেকেও বারংবার সচেতন করা হলেও অসচেতনতার চিত্র ধরা পড়েছে পুজো মণ্ডপ এবং বিসর্জন ঘাটগুলোতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *