করোনা বিধি নিষেকে উপেক্ষা করে মেলা, উদাসীন প্রশাসন
নিজস্ব সংবাদদাতা ,বালাসুন্দর : সারা দেশের পাশাপাশি রাজ্যে প্রতিনিয়তই করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে।কেন্দ্র ও রাজ্য সরকার করোনা সংক্রমণ রুখতে বিভিন্নভাবে বিধি নিষেধ জারি করেছে।সেই বিধি নিষেধকে উপেক্ষা করে চলছে মেলা।কারো মুখে নেই মাস্ক। সামাজিক দূরত্ব গোল্লায়। মানুষ অসচেতনভাবে মেলায় ঘোরাফেরা করছে।ফলে এলাকার সচেতন নাগরিকরা উদ্বেগ প্রকাশ করছেন।গত ১৭ এপ্রিল মাথাভাঙ্গা ২ নং ব্লকের বড়ো শৌলমারি অঞ্চলের বালাসুন্দর স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দোল মেলা শুরু হয়।করোনা বিধি নিষেধকে উপেক্ষা করে চলছে মেলা।মেলায় আগত মাসুষজনের কারো মুখে মাস্ক নেই। সামাজিক দূরত্ব শিকেয়।অসচেতনভাবে ঘোরাফেরা চলছে। মেলায় আগত কেউ কেউ আবার বলছেন বাড়ির পাশে তাই মাস্ক নিয়ে আসি নাই।এদিকে করোনার দ্বিতীয় স্ট্রেন্থ সারাদেশে জাকিয়ে বসেছে।ফলে কিছু কিছু অসচেতন মানুষের এহেন বক্তব্য চিন্তায় ফেলে দিয়েছে সাধারণ মানুষকে। স্থানীয়দের একাংশের দাবি করোনা বিধি নিষেধকে উপেক্ষা করে কি করে এতোদিন মেলা চলে।এর পাশাপাশি স্থানীয়রা অভিযোগ করেন, দোল মেলার আড়ালে রমরমিয়ে চলছে জুয়ার আসর।তারা প্রশ্ন তুলছেন, প্রশাসন কেন উদাসীন,নাকি প্রশাসনের যোগসাজশে মেলার আড়ালে চলছে জুয়া আসর। তারা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন।এবিষয়ে ঘোকসাডাঙ্গা থানার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান , বিষয়টি আমাদের অবগত নয় খোঁজ নিয়ে দেখছি।