করোনা সংক্রমণ কমাতে গোটায় ভূটান লকডাউন ঘোষণা
ক্ষীরোদা রায়: গোটায় ভূটান লকডাউন। ১১ই আগস্ট থাকি গোটায় ভূটান লকডাউন চালু হৈল। আজি সাকালে ভূটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ভূটানের সরকারি টেলিভিশন আর বেতার মাধ্যম অত জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। দেশের করোনা পরিস্থিতি মোকাবিলার বাদে ১১ই আগস্ট থাকি লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেরিং। উল্লেখ্য ভূটানের রাজধানী থিম্পু সোদে পারো, গেলেফু আর ঝেমগঙ জেলাত করোনা সংক্রমণের কারণে সারা ভূটান জুড়ি লকডাউন ঘোষণা করা হয়। ভূটানের স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেইসে, গেলেফুর এক করোনা আক্রান্ত থিম্পু, গেলেফু, পারো আর ঝেমগঙের ৯৭ জনের সংস্পর্শে আইসে। এর মইধ্যে থিম্পুর ২১ জন, গেলেফুর ৭২, ঝেমগঙের ৩ আর পারোর ১ জন। ভূটান সরকার সারা দেশত লকডাউন ঘোষণার মইধ্য দিয়া অত্যাবশ্যকীয় পণ্য আর সামগ্রীর দোকান ছাড়া সব কিছু বন্ধ রাখার নির্দেশ দেন। এমনকি সরকার খাইদ্যসামগ্রী বাটে দিবার ব্যবস্থাও নিবে। উল্লেখ্য দেশের ভিতর প্রথম করোনা আক্রান্ত ধরা পড়ে ২৬ শে জুন। কিন্তু এই প্রথম সংক্রমণ বাড়িল ভূটান অত।