করোনা সংক্রমিত হয়ে নার্সিংহোমে ভর্তি গৌতম দেব

সঞ্জয় হালদার • শিলিগুড়ি

করোনায় সংক্রমিত হলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। ভর্তি হলেন মাটিগাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে।

লকডাউনের প্রথম দিন থেকেই ছিলেন রাস্তায়। রেশনে চাল বন্টন থেকে উত্তরবঙ্গ মেডিকেল ও শিলিগুড়ি জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রতিনিয়ত বৈঠক করে এসছেন। ছুটে গিয়েছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরের অন্য জেলার স্বাস্থ্য পরিকাঠামোরও খোঁজখবর নেওয়ার পাশাপাশি বৈঠকও করেন,একাধিক রাজনৈতিক সভা করেছেন। হেঁটেছেন দলীয় মিছিলে। যোগ দেন সরকারী নানা বৈঠকেও। বেশ কয়েকবার কলকাতা সফরও করেছেন।
আজই কলকাতা থেকে ফেরেন তিনি। বিকেলের দিকে ফাঁসিদেওয়া এবং খড়িবাড়ি ব্লকের দলীয় নেতৃত্বদের নিয়ে ঘোষপুকুর কলেজে সাংগঠনিক বৈঠকেও যোগ দেন। বৈঠকের পরই শারিরীক অসুস্থতা বোধ করায় এন্টিজেন টেস্ট করান মন্ত্রী। রিপোর্ট পজিটিভ আসায় রাতেই শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে মন্ত্রীকে, রাজনৈতিক মহলে মন্ত্রীর সভা করা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *