কর্মী সন্মেলন
নিউজ ডেস্ক, আলিপুরদুয়ার: রবিবার সারা ভারত সংযুক্ত কিষাণ সভার আলিপুরদুয়ার জেলার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় ফালাকাটা পালঙ্গেরপার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনের কমরেড বাচ্চা মোহন রায় মঞ্চে। এদিনের এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন সারা ভারত সংযুক্ত কিষাণ সভার রাজ্য কমিটির সম্পাদক কমরেড সুভাষ নস্কর সহ আরো অনেকে।