কলকাতায় বিজেপির বিরুদ্ধে তৃণমূলের তীব্র প্রতিবাদ, অভিযোগ সভামঞ্চ খুলে ফেলার
দিনহাটা: কলকাতার মেয়ো রোডে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিবাদ সভামঞ্চ খুলে ফেলার অভিযোগ তুলে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল।
মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দিনহাটা শহরে এই বিক্ষোভ মিছিলটি সংঘটিত হয়। তৃণমূল নেতৃত্বের দাবি, ভারতীয় সেনাবাহিনী কে অপব্যবহার করে বিজেপি তাদের অনুমোদিত সভামঞ্চটি খুলে দিয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে ধিক্কার জানিয়ে তারা রাস্তায় নেমে আসেন।
তৃণমূল নেতারা তাদের বক্তব্যে জোর দিয়ে বলেন, “আমরা ভারতীয় সেনাবাহিনীকে গভীরভাবে সম্মান করি। কিন্তু বিজেপি তাদের নাম ব্যবহার করে যে নোংরা রাজনীতি ও চক্রান্ত করছে, তার তীব্র প্রতিবাদ জানাই।”
বিক্ষোভ মিছিলটিতে দিনহাটা শহর ব্লকের সভাপতি বিশু ধর, যুব তৃণমূলের সভাপতি পার্থ সাহা, দিনহাটা দুই নম্বর ব্লকের সভাপতি দীপক ভট্টাচার্য, সহ-সভাপতি আব্দুল সাত্তার, দিনহাটা ওয়ান B ব্লকের সভাপতি অনন্ত বর্মন সহ একাধিক স্থানীয় ও ব্লক স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
