কলেজে ভর্তি ফি মুকুবের দাবিতে ডেপুটেশন দিল এসএফআই
নিউজ ডেস্ক,উত্তর দিনাজপুরঃ কলেজে ভর্তি ফি মুকুব এর জন্য কালিয়াগঞ্জ বিডিওকে ডেপুটেশন দিল এসএফআই।উত্তর দিনাজপুরের মোট ৯ টি ব্লকে ডেপুটেশন দেওয়া হয়। করোনা মহামারী তে আর্থিক ভাবে পিছিয়ে পড়েছে উত্তর দিনাজপুর, তার ফলে ছাত্র ছাত্রীদের ভর্তি টাকা ছাড় না দিলে অনেক পড়ুয়াদের অসুবিধা হবে ইচ্ছা থাকলেও তারা পড়াশোনা থেকে পিছিয়ে পড়বে। ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সহ উত্তর দিনাজপুর জেলার সমস্ত কলেজে ভর্ত্তি ফি মকুবের জন্য ডেপুটেশন দেওয়া হল এদিন। দাবি মানা না হলে আগামী ১১ জুনের পর রাস্তায় ঘোষণা এসএফআই নেতৃত্বের। এদিন দুপুরে কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জে সিপিএম কার্যালয়ে একটি সাংবাদিক সন্মেলন করে এসএফআই। সংগঠনের জেলা সম্পাদক গোপাল দাস এদিন সাংবাদিক বৈঠকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চুড়ান্ত হুশিয়ারি দিয়ে
বলেন ১১ জুনের মধ্যে তাদের দাবি মতো বিনা ফি দিয়ে ছাত্রছাত্রী ভর্ত্তির বিজ্ঞপ্তি জারী না হলে পথে নামবেন তারা। এতে আইন শৃঙ্খলার অবনতি হলে তার জন্য দায়ী থাকবে প্রশাসন। কারন আমরা প্রশাসনের কাছে ছাত্র স্বার্থে আমাদের দাবি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি।
এই সাংবাদিক সন্মেলনের আগে কালিয়াগঞ্জ সমেত উত্তর দিনাজপুরের সমস্ত বিডিও অফিস এবং ইসলামপুরের এসডিও অফিসে ডেপুটেশন দেয় এসএফআই। কালিয়াগঞ্জে এই ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন এসএফআই জেলা সম্পাদক গোপাল দাসের সঙ্গে দুই লোকাল সম্পাদক মীনাক্ষ ঘোষ ও রিপন পাল।