কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়ে দিনহাটা থানায় পিটিশন এবিভিপির
রাহুল দেব বর্মন, দিনহাটা –
দিনহাটা কলেজ এ ছাত্র রাজনীতি নিয়ে রাজনৈতিক সংঘর্ষ নতুন নয়।
এই ছাত্র রাজনীতি করতে গিয়েই দিনহাটা কলেজে ২০১৮ সালে ছাত্রনেতা অলোক নিতাই দাসের মৃত্যু হয়।
লোকসভা নির্বাচনে বিজেপির ভালো ফলাফল করার পর পশ্চিমবঙ্গে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছাত্র রাজনীতিতে এক নবজাগরণ ঘটেছিল।
আর এই জন্য কলেজ দখলের লড়াই নিয়ে বারংবার বহু কলেজে তৃণমূল ছাত্র পরিষদ এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর মধ্যে সংঘর্ষ বাঁধে এমনকি দিনহাটা কলেজেও এও বাদ পড়েনি এই রাজনৈতিক সংঘর্ষ।
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফ থেকে অভিযোগ গত কয়েকদিন আগে দিনহাটা কলেজ ক্যাম্পাসে
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দিনহাটা নগরের ছাত্রী কার্যকর্তাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা হেনস্থা করা হয়েছিল।
তাই আগামীদিনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা এবং তৎসঙ্গে দিনহাটা কলেজের সকল ছাত্র ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে দিনহাটা থানায় একটি লিখিত অভিযোগ জমা করেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
আজকের এই লিখিত অভিযোগ দায়ের করেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দিনহাটা নগর সভাপতি- রজত ঘোষ,
কোচবিহার জেলা SFD প্রমুখ বিশ্বজিৎ বর্মন ।