কাঁঠালগুড়িতে ফুটবল টুর্নামেন্ট

কাঁঠালগুড়ি নাসিব ক্লাবের পরিচালনায় ১২ দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় কাঠালগুড়ি মাদ্রাসা মাঠে। ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলু চিক বারাইক । স্বর্গীয় জয়নুল হক চ্যাম্পিয়নস ট্রফি এবং আব্দুল গফুর ও পাষাণ রায় রানার্স ট্রফি স্মৃতির উদ্দেশ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। এদিন ফাইনাল খেলায় অংশগ্রহণকারী পানবাড়ি মাকানির ঘাট এবং কাঁঠালগুলি নাসিব ক্লাবের মধ্যে নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায়, ট্রাইবেকারে কাঠালগুড়ি নাসিব ক্লাব জয়ী হয়। এ বিষয়ে মন্ত্রী বুলু চিক বারাইক জানালেন, ফুটবল খেলা মানুষের মনে আনন্দ দিয়ে থাকে এবং আয়োজক নাসিব ক্লাবের সদস্যদের এরকম খেলা পরিচালনা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি উভয় দলে খেলোয়াড়দের খেলোয়াড় সুলভ পরিচয় দিয়ে খেলার আহ্বান জানিয়েছেন। ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন মন্ত্রী বুলু চিক বাড়াইক ছাড়াও পদ্মশ্রী করিমুল হক, ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়, রাজাডাঙ্গা অঞ্চল প্রধান আবদুল মোতালেব, পঞ্চায়েত সদস্য মিন্টু রায়,রবিউল আলম প্রমূখ। ফাইনাল খেলায় দর্শকের উপস্থিত ছিল চোখে পড়ার মতো।

ক্রান্তি থেকে এমডি রাসেলের রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *