কাকা শ্বশুরের সঙ্গে পালালো গৃহবধূ! খুঁজছে ভাইস্তা
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা: “প্রেম কাঁঠালের আঠা, ধরলে পড়ে ছাড়ে না” এই প্রবাদটির সাক্ষী এবার মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট এলাকা। জানা গেছে, বৌমা এবং কাকা শ্বশুরের দীর্ঘদিন ধরে পরকিয়া প্রেমে লিপ্ত। এদিকে কাকা শ্বশুর ৪ সন্তানের বাবা আবার অন্যদিকে বৌমার প্রথম পক্ষের স্বামীর সঙ্গে ঘর করে ৪ সন্তানের মা। ভাইস্তা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে। সেই সুযোগকে কাজে লাগিয়ে কাকা শ্বশুর এবং বৌমার টানা প্রেম বলে দাবি স্থানীয়দের। প্রেমে ইতি টানতে চার হাত এক করতে বৌমা দুই সন্তানকে সঙ্গে নিয়ে কাকা শ্বশুরের সঙ্গে পগারপার। শেষমেষ স্ত্রীকে খুঁজে না পেয়ে মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূর স্বামী। তিনি বলেন, কয়েক দিন আগে ডাক্তার দেখানোর নামে মাথাভাঙ্গা শহরে যায়। কিন্তু ৭ দিন পার হলেও কোন খোঁজ পায়নি স্বামী। শেষে পরকিয়া প্রেমের জেরে দিশেহারা ভাইস্তা এবং কাকিমা। গোটা ঘটনার তদন্তে মাথাভাঙ্গা থানার পুলিশ।