কাজে নেমে পড়ল জেলা প্রশাসন
নিউজ ডেস্ক,মালদা: অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে শহর। শুধু শহর নয় নিকাশি ব্যবস্থা না থাকায় শহরের পাশাপাশি গ্রাম অঞ্চলেরও কৃষি জমি জলমগ্ন হয়ে পড়ছে। এবারে এই সমস্যা সমাধানে উদ্যোগী হল জেলা প্রশাসন।
ইংরেজবাজার ব্লকের হরেকৃষ্ণ কলোনি এলাকায় একাধিক পুকুর কেটে নিকাশের ব্যবস্থা করা হল। গ্রাম অঞ্চলের কৃষি জমি কেটে একাধিক পুকুর খনন করা হয়েছে বলে অভিযোগ। আর খননের ফলে নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছিল। সেই কারণেই ইংরেজবাজার ব্লকের হরেকৃষ্ণ কলোনি এলাকার একাধিক পুকুর কেটে নিকাশের ব্যবস্থা করা হয়। তার পাশাপাশি বন্ধ থাকা একাধিক কালভার্টের মুখও খুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো, ইংরেজবাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরী সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা। এই বিষয়ে সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো জানান, শহরের পাশাপাশি গ্রাম অঞ্চলের জল নিকাশি যে সমস্যা তা সমাধানে ইতিমধ্যে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।