কামতাপুরি প্রোগ্রেসিভ পার্টি’র জনসংযোগ যাত্রা ময়নাগুড়িত
নিউজ ডেস্ক, জলপাইগুড়িঃ
কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি’র সুপ্রিমো অতুল রায় মারা যাওয়ার পর সংগঠন দুর্বল হয়া পড়ে। এই সময় উত্তরবঙ্গ আলাদা রাজ্য গঠন করার বাদে আওয়াজ তুলেন বিজেপি সাংসদ জন বার্লা। এই অবস্থায় কামতাপুর পিপলস পার্টির সভাপতি নিখিল রায় উমার সংগঠন বিস্তার করিবার বাদে সক্রিয় হয়া উঠেন।
এই অবস্থাত কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি’র সংগঠন মজবুত করিবার তানে মাঠত নামিসেন কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রয়াত কেপিপি সুপ্রিমো অতুল রায়ের দাদা অধীর রায়। দলীয় কর্মী গিলার মনোবল চাঙ্গা করিবার তানে শুক্রবার জনসংযোগ যাত্রা করিলেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লক’ত।
অধীরবাবু ছাড়াও এইদিনের এই জনসংযোগ যাত্রা’ত উপস্থিত ছিলেন কেপিপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য মনোরঞ্জন রায়, অপু বর্মন, জলপাইগুড়ি জেলার সভাপতি বিমল বর্মন সদে স্থানীয় নেতৃত্ব।