কামতাপুরি ভাষাত দুই টা স্কুলের অনুমোদন দিল শিক্ষা দপ্তর
নিউজ ডেস্ক, শিলিগুড়ি: কামতাপুরি ভাষাত দুই টা স্কুল তৈরির নির্দেশ দিল পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর। একটা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির পান বাড়িত হবে আর একটা কোটে কোনা হবে সেটা শীঘ্রই জেলা শাসকক কবে বুলি কন কেপিপি এর সুপ্রিমো অতুল রায়। উমরা কন স্বাধীনতার ৭৩ বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কামতাপুরি ভাষাত পঠন পাঠন শুরু করাতে উমাক ভেল্লা ধন্যবাদ দিছে।