কামতাপুরী ভাষা অ্যাকাডেমির আলোচনা সভা
আলিপুরদুয়ার, ৩১ মার্চ:- আলিপুরদুয়ার জেলার বীরপাড়া রবিকান্ত উচ্চ বিদ্যালয়ে হল ঘরে অনুষ্ঠিত হল কামতাপুরী ভাষা অ্যাকাডেমির আলোচনা সভা। জেলার যে সকল শিক্ষক শিক্ষিকারা কামতাপুরী মাধ্যমের স্কুলে পঠনপাঠনের জন্য আবেদন করেছেন মূলত তাদেরকে এই আলোচনা সভাতে আহ্বান করা হয়েছে এদিন। জেলার বিভিন্ন ব্লকের শিক্ষক শিক্ষিকারা সেখানে উপস্থিত হন। জানা গেছে, সদ্য কামতাপুরী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান করা হয়েছে কামতাপুর প্রগ্রেসিভ পার্টির অমিত রায়কে। তাই লোকসভা নির্বাচনের আগ মুহূর্তে তিনি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে দলের হয়ে প্রচারে নেমেছেন। উওরবঙ্গের ৮ টি জেলাতে তিনি প্রচার করবেন। রবিবার আলিপুরদুয়ার জেলাতে এই আলোচনা সভা অনেকটাই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই। অমিত রায় জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমাদের কথা হয়েছে, আমাদের বিভিন্ন দাবি গুলি তাদেরকে জানাই। ২০০ টি কামতাপুরী মাধ্যমের স্কুলের আমাদের দাবি রয়েছে। সেই বিষয়েও কথা হয়েছে। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন দাবী গুলো পূরন করার। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হয়ে আমি আলিপুরদুয়ার আসনের প্রার্থী প্রকাশ চিকবাড়াইককে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি তিনি বিজেপি তীব্র ভৎসনা করে বলেন বিজেপি আমাদের সাথে এতদিন ভাওতাবাজী করেছে। তাদেরকে আসন্ন নির্বাচনে একটিও ভোট নয়। এদিন এই আলোচনা সভাতে উপস্থিত ছিলেন, এসজেডিএ এর চেয়ারম্যান ডঃ সৌরভ চক্রবর্তী, উওরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মৃদুল গোস্বামী, কামতাপুর প্রগ্রেসিভ পার্টির আলিপুরদুয়ার জেলা সভাপতি মনোহর ভগৎ, ও জেলা সম্পাদক উওম বর্মন সহ অন্যান্যরা।