কামতাপুর প্রগ্রেসিভ পার্টির (অধীর পন্থী) কর্মী দরবার আরহ কেএসও আর কামতাপুর মহিলা মোর্চার কোচবিহার জেলা কমিটি গঠন
কোচবিহার, ২০ মার্চ, ২০২২: রবিবার কোচবিহার জেলার গোটা জেলা কমিটির সদস্য, ব্লক কমিটির কর্মীলাক নিয়া কর্মী দরবার করিল কামতাপুর প্রগ্রেসিভ পার্টি (অধীর পন্থী)।
কোচবিহারের মাঘপালা এ পি স্কুলের খেলার মাঠত এই কর্মী দরবার অনুষ্ঠিত হয়। এইদিনের কর্মী দরবার’ত হাজির আছিলেন কেপিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, কোচবিহার জেলা সভাপতি তবারক মিঞা, জেলা সম্পাদক বিপুল দাস সদে বিভিন্ন নেতা কর্মীলা । এই দিন কর্মীর দরবারের মাইধ্যমে কেপিপির ছাত্র সংগঠন কামতাপুর স্টুডেন্টস অর্গানাইজেশন (KSO) আর কামতাপুর মহিলা মোর্চার কোচবিহার জেলা কমিটি গঠন করা হয়। KSO কোচবিহার জেলার সভাপতি হিসাবে কনকচন্দ্র বর্মন আর সম্পাদক হিসাবে পঙ্কজ দাস সদে ১৬ জনের একটা জেলা কমিটি গঠন করা হয় । একে সাথে সম্পা বর্মন সভানেত্রী আর টুম্পা বর্মন’ক সম্পাদিকা হিসাবে বাছাই করি ১১ জনের কামতাপুর মহিলা মোর্চার কোচবিহার জেলা কমিটি গঠন করা হয় বুলি জানান কামতাপুর প্রগ্রেসিভ পার্টি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়। অমা কন, যে অতিশীঘ্রই কামতাপুর আর কামতাপুরি ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিত ঐক্যবদ্ধভাবে বৃহত্তর গণ আন্দোলন গ্রহণ করা হবে।