কামতাপুর স্টুডেন্ট অর্গানাইজেশন অত যোগ দিল ৪০ জন
নিজ খবরিয়া, কুমারগ্রামদুয়ার: কামতাপুর স্টুডেন্ট অর্গানাইজেশন অত যোগ দিল চল্লিশ জন নয়া সদস্য। দেওবার দিন কুমারগ্রাম দুয়ারত কামতাপুর ছাত্র সংগঠনের ডাঙর নেতালার উপস্থিতিত চল্লিশ জন নয়া সদস্য যোগ দিল। এই নয়া সদস্যলা যোগ দেওয়াতে নিজের আঈ ভাষা আরহ্ সংস্কৃতিক আগে নিগিবার বাদে সংগঠন আরো শক্তিশালী হৈল্ বুলি মনে করা হছে। কুমারগ্রাম দুয়ারত নয়া সদস্যলার আজিকার এই যোগদান অনুষ্ঠানত হাজির আছিলেন সংগঠনের কেন্দ্রীয় মুখ্য উপদেষ্টা মানবেন্দ্র রায়, সুধীর রায়, জেনারেল সেক্রেটারি অপু বর্মন। অপু বর্মন কন, নয়া সোউগ সদস্যের হাত’ত কেএসওর পতাকা তুলি দেওয়া হয় আর সতেরো জন সদস্য নিয়া একটা কমিটি গড়ণ করা হয়।