কামাখ্যাগুড়িতে টোটো চালক ইউনিয়নের কার্যালয়ের পতাকা খুলে ফেলে দেওয়ার অভিযোগ
দেবাশীষ রায়, কামাখ্যাগুড়ি, ২৭ মার্চঃ আইএনটিটিইউসি অনুমোদিত কামাখ্যাগুড়ির টোটো চালক ইউনিয়নের কার্যালয়ের পতাকা খুলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কামাখ্যাগুড়ি এলাকায়। সংগঠনের নেতৃত্বদের অভিযোগ, কামাখ্যাগুড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত তাদের কার্যালয়ের সামনের উত্তোলন করা পতাকা এবং কার্যালয়ে লাগানো কয়েকটি পতাকা শনিবার রাতের অন্ধকারে কে বা কারা খুলে জঙ্গলে ফেলে দেয়। রবিবার সকাল বেলা কামাখ্যাগুড়ি টোটো চালক ইউনিয়নের সভাপতি সুকুমার দাস সহ অন্য সদস্যদের বিষয়টি নজরে আসে। সঙ্গে সঙ্গে তারা তৃণমূল কংগ্রেস ও আইএনটিটিইউসি নেতৃত্বদের বিষয়টি জানান। নেতৃত্বরা সংগঠনের কার্যালয়ে উপস্থিত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। আইএনটিটিইউসি অনুমোদিত কামাখ্যাগুড়ি টোটো চালক ইউনিয়নের সভাপতি সুকুমার দাস বলেন, ‘সকালে এসে দেখতে পাই, অফিসের সামনে উত্তোলন করা পতাকাটি বাঁশ সহ খুলে জঙ্গলে ফেলে রাখা হয়েছে। এছাড়াও অফিসে লাগানো আরও কয়েকটি পতাকা খুলে ফেলে দেওয়া হয়। রাতের অন্ধকারে এই কাজ করা হয়েছে। আমরা ঘটনার তীব্র নিন্দা করছি। বিষয়টি নেতৃত্বদের জানানো হয়। পুলিশকেও বিষয়টি জানিয়েছি। পুলিশ এসে বিষয়টি দেখে গিয়েছে। বিরোধী দলের কেউ বা কারা এই কাজ করেছে বলে মনে হচ্ছে।’