কামাখ্যাগুড়িতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের দুই কৃতি পড়ুয়াকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক, কামাখ্যাগুড়ি: কামাখ্যাগুড়ি এলাকায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ ২ কৃতি ছাত্র ও ছাত্রীকে সংবর্ধনা জানাল ছাত্র সংগঠন পি এস ইউ । রবিবার সংগঠনের সদস্যরা মাধ্যমিকের কৃতি ছাত্রী প্রিয়া পাল (৬৭৪) এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র ময়ূখ নন্দী (৪৯৪)- কে কামাখ্যাগুরিতে তাদের বাড়ি গিয়ে সংবর্ধনা জানানো হয় সংগঠনের পক্ষে। তাদের হাতে তুলে দেওয়া হয় ফুলের তোড়া , মিষ্টি, পরনের উত্তরীয়, এবং গাছের চারা। উপস্থিত ছিলেন সংঠনের ব্লক সম্পাদক তপন বর্মন , কমাখ্যাগুড়ির ইউনিট সম্পাদক রাজীব হেসেন, ইউনিট সভাপতি অসীম রায় ,সহ সভাপতি দীপ দেবনাথ এবং RYF এর ব্লক সম্পাদক কিশোর মিঞ্জ প্রমুখ ।
সংগঠনের ইউনিট সম্পাদক রাজীব হুসেন বলেন আগামীদিনে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ হোক এবং আমাদের জেলা তথা আমাদের দেশের নাম উজ্জ্বল করুক এবং আগামীদিনে সংগঠন তাদের যেকোনোরকম সহযোগিতায় সর্বদা প্রস্তুত।