কামাখ্যাগুড়ির আদি মা কামাখ্যা ধামের বার্ষিক পুজোতে ভক্তদের ভিড়

দেবাশীষ রায়, কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম ব্লকের মধ্য কামাখ্যাগুড়ির ঐতিহ্যবাহী আদি মা কামাখ্যা ধামে মঙ্গলবার বার্ষিক পুজো অনুষ্ঠিত হল। নিয়ম-নিষ্ঠা সহকারে মন্দিরে পুজো করা হয়। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভিড় করেন বিভিন্ন এলাকার ভক্তরা। পুজো কমিটির তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও প্রতিবেশী রাজ্য অসম থেকে আগত ভক্তরা পুজোতে অংশগ্রহণ করেন। ধাম কমিটির সদস্যরা জানান, অতীতে কোচবিহারের জনৈক মহারাজা হাতির পিঠে চড়ে শিকার করতে এই এলাকায় আসেন। সে সময় রাজার হাতি একটি ডোবাতে আটকে পড়ে। অনেক চেষ্টার পরেও হাতি ডোবা থেকে উঠছিল না। অবশেষে কোচ-রাভা সম্প্রদায়ের বৃদ্ধ এক পুরোহিত রাজাকে পরামর্শ দেন কামাখ্যা দেবীর পুজো করার জন্য। রাজা পুজো দেওয়ার পর হাতি ডোবা থেকে উঠে আসে। এরপর থেকে প্রতি বছর এই মন্দিরে কামাখ্যা দেবীর পুজো হয়ে আসছে। পুজো উপলক্ষে দু’দিন মন্দির সংলগ্ন স্থানে মেলা অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *