কামাখ্যাগুড়িতে আরএসপির তৃতীয় জেলা সম্মেলন,তৃণমূল কংগ্রেস ও বিজেপির কড়া সমালোচনা

উজ্জ্বল অধিকারী, কামাখ্যাগুড়ি, ২৮ আগস্ট: তৃণমূল ও বিজেপিকে নিশানা করে সমালোচনার ঝড় উঠল আরএসপির তৃতীয় আলিপুরদুয়ার জেলা সম্মেলনে। দুই দলকেই এক সারিতে এনে সমালোচনায় বিদ্ধ করেন দলের নেতৃত্বরা। পাশাপাশি দুই দলের বিরুদ্ধে জেলা জুড়ে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়িতে আরএসপির তৃতীয় আলিপুরদুয়ার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন আরএসপির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রাজীব ব্যানার্জি, ইউটিইউসি’র রাজ্য সভাপতি নির্মল দাস, দলের বিদায়ী জেলা সম্পাদক সুনীল বণিক সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন সকালের দিকে কামাখ্যাগুড়িতে মিছিল করেন দলের নেতা-কর্মীরা। এরপর কামাখ্যাগুড়ি হাই স্কুলে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করা হয়। দলীয় পতাকা উত্তোলনের পর শুরু হয় প্রতিনিধি সম্মেলন। জেলার ৬টি ব্লক থেকে আগত প্রতিনিধিরা সম্মেলেনে অংশ নেন। জানা গিয়েছে, এদিনের সম্মেলন থেকে
৩৮ জনের নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে। সম্পাদক পদে দায়িত্ব পেয়েছন সুব্রত রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *