কামাখ্যাগুড়িত স্কুল টাইমে চলা ডাম্পার আটক করি বিক্ষোভ থানীয় মানষিলার

দেবাশীষ রায় , কামাখ্যাগুড়ি, ৩ মার্চঃ স্কুল টাইমে চলা ডাম্পার আটক করি বিক্ষোভ দেখাইল এলাকাবাসী। বৃহস্পতিবার ঘটনাটা ঘটে কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ির হরিবাড়ি এলাকাত। ঘটনার জেরে এলাকাত ব্যাপক আউকাশাং ছড়িয়া পরে। খবর পায়া ঘটনাস্থলত পৌঁছায় কুমারগ্রাম থানার কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। পুলিশ ডাম্পারখান আটক করি নিয়া যায়। এদিন সাকালে তুফানগঞ্জের দিক থাকি কামাখ্যাগুড়িত ঢুকি পড়ে একটা ডাম্পার। স্থানীয় মানষিগিলা জানান, স্কুল টাইমে সকাল ৯টা থাকি দুপুর ১২টা পর্যন্ত আরোহ বিকাল ৩টা থাকি সন্ধ্যা ৫ টা পর্যন্ত কামাখ্যাগুড়িত ডাম্পার চলাচল নিষিদ্ধ আছে। এলাকার ছাত্রছাত্রী আরোহ সাধারণ মানষিলার সুবিধার্থে কয়েক বছর থাকি এই নিয়ম চালু হইছে। পুলিশ, স্থানীয় প্রশাসন সদে সংশ্লিষ্ট সগাকে নিয়া আলোচনা করি এই সিদ্ধান্ত নেওয়া হইছিল। অভিযোগ, এই নিষেধাজ্ঞাক অমান্য করি এদিন সাকালে ওই ডাম্পারখান কামাখ্যাগুড়িত ঢুকে। কামাখ্যাগুড়ি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মানিকচন্দ্র সাহা কন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে এদিন স্কুল টাইমে ডাম্পারটি কামাখ্যাগুড়িতে ঢুকে। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ আসিয়া ডাম্পারখানক নিয়া যায়। হামরা চাই, এলাকার সাধারণ মানুষের স্বার্থে স্কুল টাইমে ডাম্পার চলাচল পুরোপুরি বন্ধ থাকুক।’ কামাখ্যাগুড়ি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জয় পাল কন, ‘স্থানীয় মানহিলা ডাম্পারটাক আটক করি বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে যাওয়ার পর পুলিশ আসে। পুলিশ ডাম্পারটাক আটক করি নিয়ে যায়। স্কুল টাইমে যাতে এই এলাকাত ডাম্পার না চলে, সে বিষয়ে পুলিশ প্রশাসনের নজরত রাখা উচিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *