কামাখ্যাগুড়ি হাই স্কুলে বনমহোৎসব উদযাপন অনুষ্ঠান

দেবাশীষ রায়, কামাখ্যাগুড়ি, ১৬ জুলাইঃ কামাখ্যাগুড়ি হাই স্কুল, জোত কাঠ ব্যবসায়ী সমিতি, বক্সা ভিনিয়ার এন্ড স‘মিল ওনার্স অ্যাসোসিয়েশন ও বক্সা সেকেন্ডারি মিল ওনার্স অ্যসোসিয়েশনের সম্মিলিত উদ্যোগে শনিবার বনমহোৎসব উদযাপিত হল কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়িতে। বনমহোৎসব উপলক্ষে এদিন এলকায় ছাত্রছাত্রীদের নিয়ে একটি র‌্যালি করা হয়। বৈরাতি নৃত্যের মাধ্যমে অতিথি বরণ করেন শিল্পীরা। এরপর মঞ্চে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস (সরকার), বন বিভাগের বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন, কামাখ্যাগুড়ি হাই স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমী সরকার, স্কুলের পরিচালন সমিতির সভাপতি অনিলচন্দ্র তালুকদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। স্কুল চত্বরে চারাগাছ রোপণ করেন সভাধিপতি, ক্ষেত্র অধিকর্তা সহ অন্যান্যরা। এদিন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে চারাগাছ বিলি করা হয়। বনমহোৎসব উপলক্ষে মঞ্চে নাচ, গান, আবৃত্তির মতো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। জানা গিয়েছে, প্রতি বছর উদ্যোক্তা সংগঠন গুলির তরফে বনমহোৎসব উদযাপন করা হয়। বিগত ২ বছর করোনা ভাইরাসের জন্য ওই অনুষ্ঠান বন্ধ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *