কার্ড থাকা সত্বেও রেশন সামগ্রী না দেওয়ার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে
সৌমিত্র বর্মন ,ফুলবাড়ি, ২৯ মে :- রেশন কার্ড থাকা সত্ত্বেও রেশন সামগ্রী না দেওয়ার অভিযোগ মাথাভাঙ্গা ২ নং ব্লকের ফুলবাড়ি অঞ্চলের নবগঞ্জ বাজারের ৩৫ নং রেশন ডিলার মনিন্দ্র বর্মনের বিরুদ্ধে।৩৬ নং রেশন দোকানের ক্রেতা প্রদীপ দাস অভিযোগ করেন তার পরিবারে সদস্য বাসন্তী দাস RKSY 1 এবং সিতা দাস SPHH দুটি কার্ড থাকা সত্ত্বেও রেশন ডিলার দীর্ঘদিন যাবৎ কোন প্রকার চাল ,আটা দিচ্ছেন না।তিনি বলেন ,আমি রেশন ডিলার মনিন্দ্র বর্মনের কাছে অনেকবার অভিযোগ জানিয়ে ছিলাম কিন্তু উনি একরকম ধমকের সুরে বলেন ,আমি তোকে চাল ,আটা দেবো না যা করার ইচ্ছা তাই কর।বাসন্তী দাস ও সীতা দাস অভিযোগ করেন,গতকাল তাদের বাড়িতে দুজন এসে তাদেরকে রেশন দোকান থেকে ৫ কেজি চাল দেন এবং জোর করে টিপ সই ও মোবাইলে ফটো তুলে নেন। অন্যদিকে রেশন ডিলার মনিন্দ্র বর্মন বলেন,মিথ্যে অভিযোগ করেছেন তারা। এই বিষয়ে মাথাভাঙ্গা ২ নং ব্লকের খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিক তিমির চ্যাটার্জী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।