কার্শিয়াং এর ডাউহিলে হোমস্টের ছাদ থেকে প ড়ে মৃ ত্যু পর্যটকের
শিলিগুড়ি: পাহাড় ভ্রমণে আসাটাই কাল হল। কার্শিয়াং এর ডাউহিল এলাকায় একটি হোমস্টের ছাদ থেকে পড়ে মৃ ত্যু হলো হাওড়ার বাসিন্দা সপ্তনীল চ্যাটার্জি (২৬)।
স্থানীয় সূত্র মারফত জানা গেছে, কয়েকদিন আগে পাঁচ বন্ধুকে সাথে নিয়ে পাহাড়ে বেড়াতে আসেন সপ্তনীল। তারা সবাই কার্শিয়াং এর ডাউহিল রোডের একটি হোমস্টে-তে উঠেছিল। দলের ছ’জনের মধ্যে চারজনই মহিলা ছিলেন। সোমবার দিন তাঁদের ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে যায় বি প ত্তি।
হোমস্টের সামনে রাস্তায় র ক্তা ক্ত অবস্থায় পড়ে থাকা যুবককে দেখতে পাস স্থানীয়রা। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে কার্শিয়াং হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃ ত ঘোষণা করেন।
পরে দেহ ম য়না তদ ন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়। ঘটনার খবর পাওয়ার পর হাওড়া থেকে যুবকের পরিবার শিলিগুড়ি এসে পৌঁছায়।
পরিবারের দাবি, সপ্তনীলের মৃ ত্যু শুধুই দু র্ঘ টনা নয়, এর পিছনে অন্য কোনও র হস্য থাকতে পারে। তাই সঠিক তদন্তের দাবি জানিয়েছে পরিবার। গোটা ঘ ট নার ত দ ন্ত শুরু করেছে পুলিশ।
