কালিয়াচকে গুলিবিদ্ধ ১, চাঞ্চল্য এলাকাজুড়ে
নিউজ ডেস্ক,কালিয়াচক: মালদার কালিয়াচক ১ নং ব্লকের সুলতানগঞ্জ এলাকায় একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ এমনটাই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। পারিবারিক জমি বিবাদের জেরে এমন ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। জানা গেছে আহত ব্যক্তির নাম নাজিমুল হক বাড়ি মালদার কালিয়াচকের সুলতানগঞ্জ এলাকায়। জানা গেছে মালদার কালিয়াচকের কালিয়াচক ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের পার্শ্ববর্তী স্থানে ঘটনা টি ঘটেছে। নাজমূল হকের অভিযোগ বেশ কয়েকজন দুষ্কৃতি গুলি ছিল। বেশ গুলি চালায় আমার পায়ে দুটি গুলি লেগেছে। পরিবারের লোক উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য।