কালি পুজোর উপলক্ষে বস্ত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

শুক্রবার সন্ধ্যায় ক্রান্তি ফাঁড়ি আবাসিক কালী পূজা কমিটির উদ্যোগে বস্ত্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এদিন এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উষ্ণ অর্ভর্থ্যানা জানিয়ে এলাকার দুস্থ পরিবারদের শাড়ি, ধুতি, কম্বল ইত্যাদি ১০৪ জনের তুলে দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী সংগীত ক্রান্তি ফাঁড়ি ও, সি সুব্রত গুণ ছেলে সৃজন গুন গানের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন অনুষ্ঠান মঞ্চে ক্রান্তি ফাঁড়ির উদ্যোগে হারিয়ে যাওয়া এক মোবাইল ফোন উদ্ধারকারী ব্যক্তির তুলে দিলেন ক্রান্তি ফাঁড়ি এ ,এস ,আই প্রীয়নাথ রায় মহাশয়। ক্রান্তি পুলিশ ফাঁড়ির এ,এস,আই সঞ্জয় ছেত্রী মঞ্চে গান গাইলে সবাই আনন্দ উৎসাহে ফেটে পড়েন।। এদিন উপস্থিত থেকে বিশিষ্ট সমাজসেবী মহাদেব রায় জানালেন, প্রতিবছর ক্রান্তি পুলিশ ফাঁড়ির উদ্যোগে এলাকার দুস্থ মানুষদের বস্ত্রদানের মাধ্যমে সহায়তা করে থাকেন এছাড়াও কালী পূজার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এলাকার মানুষের আনন্দ দিয়ে থাকেন সেই জন্য তিনি ক্রান্তি পুলিশ ফাঁড়ির সকলকে ধন্যবাদ জানিয়েছেন। বিশিষ্ট সমাজ সেবি পদ্মশ্রী করিমুল হক জানালেন, পুলিশ শুধু আইনশৃঙ্খলার রক্ষার কাজই করেন না সামাজিক বিভিন্ন ধরনের মানুষকে সহায়তা করে তার অন্যতম নজির ক্রান্তি পুলিশ ফাঁড়ি বলে তিনি উল্লেখ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানটিকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে।

ক্রান্তি থেকে এমডি রাসেলের রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *