কাল জানি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তির তল্লাশি

তুফানগঞ্জ,২২ সে জুন চৌকুশী বলরামপুর এলাকায় কালজানি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যাক্তির তল্লাশি চালিয়েও উদ্ধার করা সম্ভব হলো না। নিখোঁজ ব্যাক্তির নাম আশরাফ আলী বয়স আনুমানিক 31 বছর ।ঘটনাটি দেওচড়াই GP র চৌকুসি বলরামপুরে। বুধবার রাত ২.৩০ মিনিট নাগাদ হয়েছিলো বলে জানা যায়। বৃহঃস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে কালজনি নদীতে স্পিড বোর্ড নামিয়ে তল্লাসি চালিয়েও নিখোঁজ ব্যাক্তির কোনওরূপ সন্ধান পাওয়া যায়নি। তবে এই ঘটনা ঘিরে একাধিক প্রশ্ন তৈরী হচ্ছে। রাত ২.৩০ মিনিটের সময় নিখোঁজ ব্যাক্তি সত্যিই কি ভরা বর্ষায় ভরা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন? তবে সূত্র অন্য কথা বলছে। গত কয়েক দিনের প্রবল বৃষ্টিতে কালজানি নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে, আর এতেই উল্লসিত গরু পাচার কারীরা। ভারত বাংলা দেশ সীমান্তবর্তী হওয়ায় নদীর জলে কলার ভেলায় গরু ছাড়লেই সোজা ওপার বাংলায়। এতে জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই গরু পাচার করে ওপার বাংলায়। আর এই কয়েকদিনে প্রচুর গরু পাচার হয়েছিলো বাংলাদেশে বলে সূত্র মারফত জানা যায়। ভারত বাংলা দেশের সীমান্তবর্তী তুফানগঞ্জ ১ ব্লকের অন্তরগত বলরাম পুর, চৌখুশী বলরাম পুর, কৃষ্ণপুর, ঝলঝলী, বালাভুত, ঝাউকুটি, চর বালাভুত গরু পাচারের আতুর ঘড় হিসাবে পরিচিত। তবে পরিবারের লোকজন এবং নিকটাত্মীয় রা মাছ ধরতে যাবার কথা বললেও জানা যায় ঐ ব্যাক্তি এবং আরও দুই ব‍্যাক্তি বুধবার রাতে ভরা নদিতে কলার ভেলায় গরু পাচার করতে ছিলো। সেই সময় প্রবল বৃষ্টি শুরু হয়। বাকিরা আসলেও আশরাফ আলী ফিরে আসেনি। এছাড়া আরও জানা যায় ঐ রাতে বিএসএফ এর তরফ থেকে বেশ কয়েক রাউন্ড গুলিও চালানো হয় এবং ঐ রাতে বজ্রপাতের ঘটনাও ঘটেছিলো বলে জানা যায়। তবে ঐ ব্যাক্তির গরু পাচার করতে গিয়ে জলে ডুবে গিয়েছিল নাকি অন্য কোনও ঘটনা ঘটেছেছিলো কেউ সঠিক বলতে পারছেন না ।বিষয় টি প্রশাসনের কানে আসলে বৃহস্পতিবার স্পিড বোর্ড নামিয়ে তল্লাসি চালানো হয় কিন্তু নিখোঁজ ব্যাক্তির কোনও রূপ সন্ধান পাওয়া যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *