কিষান ক্ষেত মজদুরের বিক্ষোভ কর্মসূচি
কৃষকদের স্বার্থে সারের কালোবাজারি রুখতে কেন্দ্র সরকার সার দিচ্ছে না বলে অভিযোগ তুলে ফালাকাটা ১৭নম্বর জাতীয় সড়কের পাসে ট্রাফিক মোরে বিক্ষোভ কর্মসূচি করল ফালাকাটা ব্লক কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসে । সংগঠনের ব্লক সভাপতি সুনীল রায় বলেন, কেন্দ্রের নীতির কারণে সার পাচ্ছেনা রাজ্য। কেন্দ্র সরকার রাজ্যকে সার দিচ্ছে না । পর্যাপ্ত সার না আসায় সারের কালোবাজারি শুরু হয়েছে।কতিপয় ব্যবসায়ী সার মজুত রেখে কালোবাজারি চালাচ্ছে। কৃষকদের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি।
ফালাকাটা থেকে
অরুণাংশু মৈত্রের রিপোর্ট।