কুড়ি শতাংশ বোনাসের দাবিতে শ্রমিক বিক্ষোভ, রাজগঞ্জের বন্দুনগর চা কারখানায় উত্তেজনা

রাজগঞ্জ: রাজগঞ্জের বন্দুনগরের এক চা কারখানায় কুড়ি শতাংশ বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়েছে। শ্রমিকরা জানিয়েছেন, পূজোর আগে তাঁদের বোনাস অবশ্যই ২০ শতাংশ দিতে হবে। দাবি না মানা হলে প্রতিদিন কারখানার গেটের সামনে দুই ঘণ্টা ধরে গেট মিটিং করে তাঁরা প্রতিবাদ চালিয়ে যাবেন।

আজকের শ্রমিক অসন্তোষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শ্রমিক নেতা তথা জলপাইগুড়ি আইএনটিটিইউসি সভাপতি তপন দে। তাঁর সঙ্গে ছিলেন রাজগঞ্জ ব্লক আইএনটিটিইউসির সভাপতি শেখ ওমর ফারুক। শ্রমিকদের সঙ্গে আলোচনায় তপন দে বলেন, “এই কারখানার শ্রমিকদের দাবি ন্যায্য। মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি সফরে এসে স্পষ্ট জানিয়েছেন, চা শ্রমিকদের কুড়ি শতাংশ বোনাস দিতে হবে। সেই কথা অনুযায়ী শ্রমিকদের পূর্ণ বোনাস দিতে হবে।” তবে শ্রমিকদের সাথে মালিকপক্ষ আলোচনায় বসে ব্যাপারটি মিটিয়ে নিলে আমাদের কোন অসুবিধা নেই।

অন্যদিকে কারখানার ম্যানেজার রানা সরকার জানান, “বোনাসের বিষয়ে মালিকের সিদ্ধান্ত ছাড়া আমরা কিছুই বলতে পারব না।”

শ্রমিকদের বোনাসের দাবিকে কেন্দ্র করে বন্ধুনগরের চা কারখানায় সাময়িক উত্তেজনা বিরাজ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *