কুলিক পক্ষী নিবাসের গননার কাজ সম্পন্ন

বিশ্বনাথ সিংহ,রায়গঞ্জ:এশিয়া মহাদেশের বৃহত্তম পক্ষী নিবাস কুলিকে সোমবার সম্পন্ন হল পাখি গননার কাজ।বনদপ্তরের আহ্বানে দুই দিন ধরে গননার কাজে অংশগ্রহন করেছিল উত্তর দিনাজপুর পিপলস ফর এ্যানিমেলস,রায়গঞ্জ পিপলস ফর এ্যানিমেলস,হেমতাবাদ জনকল‍্যাণ সমিতি ও হিমালয়ান মাউন্টেনিয়ারিং এন্ড ট্রেনিং ইনস্টিটিউট নামে কয়েকটি সংস্থা।আজকের শেষ দিনে পাখি গননার সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সংস্থার সদস‍্য ছাড়াও বনাধিকারিক সোমনাথ সরকার,কুলিক পক্ষী নিবাসের রেঞ্জার প্রতিমা লামা,ডেপুটি রেঞ্জার বরুন সাহা সহ রায়গঞ্জ ওয়াইল্ডলাইফ স‍্যাংচুয়ারির অন‍্যান‍্য কর্মকর্তারা।উল্লেখ‍্য গত ২০১৮ সালে কুলিক পক্ষী নিবাসে পাখি গননার সময় ৯৮৫৬২টি এবং পরের বছর ২০১৯ সালে কিছুটা কমে ৯৩০৮৮টি পাখির সংখ‍্যা দাঁড়ায়।উত্তর দিনাজপুর পিপলস ফর এ্যানিমেলস এর সম্পাদক গৌতম তান্তিয়া জানান প্রতিবছর জুন মাসের দিকে পরিযায়ী পাখির আগমন শুরু হলেও, এবছর বর্ষাকাল আগেই শুরু হওয়াতে মে মাস থেকেই শামুকখোল,নাইট হেরণ,ইগ্রেট সহ বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখিরা আসতে শুরু করেছিল। কুলিক পক্ষীনিবাস রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর ও পশ্চিমবঙ্গের গর্ব।পাখির সংখ‍্যা বিচারে এবারে অতীতের সব রেকর্ড ভেঙ্গে এশিয়া মহাদেশের মধ‍্যে প্রথম স্থানটি অর্জন করবে বলে গৌতম বাবু বেশ আশাবাদী।বিভাগীয় বন আধিকারিক সোমনাথ সরকার বলেন আগামী কয়েক দিনের মধ‍্যেই গননা করা পাখির সংখ‍্যা জানিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *