কৃষকদের উৎসাহিত করতে মেলার আয়োজন
নিউজ ডেস্ক, শিলিগুড়ি:রাজ্য সহ সমগ্ৰ দেশে ডাল ও তৈল শস্যের ঘাটতি রয়েছে।সেই ঘাটতি মেটাতে কৃষকদের আরও বেশি করে ডাল ও তৈল শষ্য চাষ করতে হবে।
কৃষকদের ডাল ও তৈল শস্য চাষের প্রতি উৎসাহ দিতে শনিবার ডুয়ার্সের মেটেলি ব্লকের উত্তর ধুপঝোরা এলাকায় ডাল ও বিভিন্ন তৈল শস্য বিষয়ে বীজ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। নিউ দিল্লির পেয়ার ভিউ নামে একটি সংস্থা এই উদ্যোগ নিয়েছে ।ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেসনের সহযোগীতায় দেশের বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যা, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গ এই ৫ টি রাজ্যে কাজ করছে ওই সংস্থা।
এদিনের এই মেলায় কৃষকদের বিভিন্ন জাতের ডাল ও তৈল শস্যের বিষয়ে সচেতন করা হয় পাশাপাশি কিছু কৃষকের হাতে ডাল তুলে দেওয়া হয়। ফেরার ভিউ এর রাজ্য কো অর্ডিনেটর ধনঞ্জয় রায় বলেন,দেশ ও রাজ্যে পর্যাপ্ত ডাল ও তৈল শস্য উৎপাদন হচ্ছে না।যেকারণে আমাদের অন্য দেশ থেকে ডাল ও তৈল শস্য আমদানি করতে হচ্ছে। আমাদের সংস্থার তরফে পাঁচটি রাজ্যে সীমিত সংখ্যক কৃষককে নিয়ে ডাল ও তৈল শস্য চাষে উৎসাহ দেওয়া হচ্ছে।তার জন্য ওই সমস্ত কৃষকদের যাবতীয় বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হয়েছে।এই রাজ্যে ধান চাষের পর যে সমস্ত কৃষক জমি খালি রাখে সেই সমস্ত এলাকার কিছু চাষীদের নিয়ে আমরা কাজ করছি।২০১৯-২০২০ সাল থেকে আমরা এই কাজ শুরু করেছি।মূলত তপশিলি জাতি ও তপশিলি উপজাতি সম্প্রদায় ভুক্ত কৃষকদের নিয়েই আমরা পরীক্ষা মূলক ভাবে এই কাজ করছি।কৃষকরাও উৎসাহের সাথে ওই কাজ করছে।
এদিনের এই বীজ মেলায় কৃষকদের উৎপাদিত বিভিন্ন ধরনের ডাল ও তৈল শস্যের বীচের স্টল ছিল। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রণয় দে, এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য বাপন রায় সহ অনেকে।