কৃষি আইন বাতিলের দাবিতে ধর্ণা

বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি: হলদিবাড়ি ব্লকের ছয়টি গ্রাম পঞ্চায়েত অঞ্চলের ৬টি জায়গায় ধর্না পালিত হল অল ইন্ডিয়া কৃষাণ ও ক্ষেতমজদুর সংগঠনের হলদিবাড়ি ব্লক কমিটির পক্ষ থেকে। উত্তর বড় হলদিবাড়ির আমবাগান এলাকায়,দক্ষিণ বড় হলদিবাড়ির রাঙ্গাপানি, পারমেখলিগঞ্জের বেলতলিতে, দেওয়ানগঞ্জের চৈতুর মোড় এলাকায় এবং হেমকুমারীর নীলাহাটিতে বিভিন্ন কৃষকদের বাড়িতে ধর্না কর্মসূচী পালিত হয়। প্রতিটি ধর্না মঞ্চে এলাকার কৃষকরা উপস্থিত হয়ে তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ স্লোগান দেওয়া হয়। প্রসঙ্গত কেন্দ্রের বিজেপি সরকারের নতুন তিনটি কৃষি আইন বাতিলের দাবিত দিল্লীতে ছয় মাস ধরে কৃষকরা আন্দোলন করছে যেখানে প্রায় ৫০০ কৃষক ইতিমধ্যে শহীদ হয়েছেন। কিন্তু এখনো কৃষি আইন বাতিল করছে না কেন্দ্র সরকার। রুহুল আমিন সরকার,ফজলুল হক,আব্দুস সাত্তার সরকার,বিশ্বজিৎ সরকার,তপন রায়ের নেতৃত্বে ব্লকের বিভিন্ন জায়গায় আজ ধর্না পালিত হয়। রুহুল আমিন সরকার জানান,অবিলম্বে তিনটি কৃষি আইন বাতিলের দাবি জানাচ্ছি আমরা। যতদিন তিনটি কালা কৃষি আইন বাতিল হচ্ছে আমরা এআইকেকেএমএস আন্দোলন চালিয়ে যাবো। অপরদিকে কৃষক ক্ষিতিশ মন্ডল জানান,কৃষি উৎপাদনে সার ,বীজ কীটনাশকের দাম যেভাবে বাড়ছে তাতে চাষবাস বন্ধ করে দিতে হবে। এই তিনটি কৃষি আইনের ফলে কৃষকদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে । তাই আমাদের গ্রামের সমস্ত কৃষক তিনটি কৃষি আইন বাতিলের পক্ষে।
কৃষক নেতা আব্দুস সাত্তার সরকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন,আন্দোলন করতে গিয়ে প্রায় ৫০০ কৃষক শহীদ হয়ে গেলেন। বিজেপি সরকারের তবু টনক নড়ে না। বিজেপি কৃষকবিরোধী এবং কোম্পানীর পোষা দালাল এটাই প্রমাণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *