কৃষি আইন বাতিলের দাবিতে হলদিবাড়িতে পদযাত্রা
বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি: এদিন দেওয়ানগঞ্জের চৈতুর মোড় থেকে হলদিবাড়ি বাজার অবধি একটি পদযাত্রা হয়। পদযাত্রায় সামিল হয় দুইশতাধিক মানুষ। প্রায় সাত কিলোমিটার দীর্ঘ পদযাত্রায় সামিল হয় কৃষক থেকে শুরু করে ছাত্র, শিক্ষক, চিকিৎসক সহ মহিলারাও। মিছিলের সম্মুখভাগে রাখা হয়েছিল একটি সুসজ্জিত ট্রাক্টর। ঢাক,ঢোল ও ড্রাম সহ নানান বাধ্যযন্ত্র বাজিয়ে এই অভিনব পদযাত্রা এগিয়ে চলে। পদযাত্রা দেখার জন্য রাস্তার দুধারের বাড়ি থেকে অসংখ্য মানুষ বেরিয়ে এসে পদযাত্রায় অংশগ্রহণকারীদের সংহতি জানায়। পদযাত্রার নেতৃত্বে ছিলেন এআইকেকেএমএসের রাজ্য কমিটির সদস্য রুহুল আমিন সরকার, ব্লক কমিটির সম্পাদক আব্দুস সাত্তার সরকার। উপস্থিত ছিলেনে ছাত্র সংগঠন ডিএসওর কোচবিহার জেলা সম্পাদক জহিদুল হক সহ ব্লক সম্পাদক ছাত্রনেতা কপিল বর্মন। শিক্ষকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আব্দুল জলিল সরকার এবং পার্থ প্রতীম ভট্রাচার্য। আজকের পদযাত্রা প্রসঙ্গে এআইকেকেএমএসের হলদিবাড়ি ব্লক সম্পাদক আব্দুস সাত্তার সরকার জানান, দিল্লিতে আন্দোলনরত বহু কৃষক ইতিমধ্যে শহীদ হয়েছেন। আন্দোলনরত কৃষকদের সমর্থনে এবং কেন্দ্রের বিজেপি সরকারের তিনটি কালা কৃষি আইন বাতিলের দাবিতে আজকের এই পদযাত্রা। সর্বস্তরের মানুষ এই পদযাত্রায় এগিয়ে এসেছেন। এই আন্দোলন শুধু কৃষকদের না। সর্বস্তরের সাধারণ মানুষেরও। এই আইনগুলির ফলে ক্ষতিগ্রস্ত হবে সব সাধারণ মানুষ। কৃষি আইন বাতিল না করে বিজেপি সরকার প্রমাণ করছে তারা কৃষক সাধারণ মানুষ বিরোধী এবং পুজিপতিদের বন্ধু। রুহুল আমিন সরকার জানান, কনকনে ঠান্ডায় আন্দোলন করতে করতে বহু কৃষক শহীদ হয়েছেন। বিজেপি সরকার আর কত কৃষক হত্যা করতে চায়? অবিলম্বে তিনটি কৃষি আইন বাতিলের দাবি জানাচ্ছি আমরা।