কৃষি আইন বাতিলের দাবিতে হলদিবাড়িতে পথ অবরোধ
বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি: কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে এবং দিল্লীতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে শুক্রবার দেশ জুড়ে চলমান চাক্কা-জ্যাম কর্মসূচি পালন করলো অল ইন্ডিয়া কিষাণ ও ক্ষেতমজদুর সংগঠনের হলদিবাড়ি ব্লক কমিটি নেতাকর্মীরা। এদিন হলদিবাড়ি শহরের রেলগেটের সামনে বিকাল ৪ টায় সংগঠনের পক্ষ থেকে পথ অবরোধ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন এআইকেকেএমএসের হলদিবাড়ি ব্লক সম্পাদক আব্দুস সাত্তার সরকার এবং কৃষক নেতা তপন রায়। এছাড়াও ছাত্র নেতা জহিদুল হক এবং মহিলা সাংস্কৃতিক সংগঠনের হলদিবাড়ি ব্লক সম্পাদিকা তুলি সরকার সহ সংগঠনের নেতা কর্মীরা। পথ অবরোধ করায় যান চলাচল সাময়িকভাবে স্তব্ধ হয়ে গেলেও জনতা চাক্কা জ্যাম কর্মসূচিকে সমর্থন জানান সংগঠনের সদস্যরা। অবশেষে হলদিবাড়ি থানার পুলিশ সেখানে গিয়ে অবরোধ তুলে নেওয়া হয় ।এবিষয়ে এআইকেকেএমএসের হলদিবাড়ি ব্লক সম্পাদক আব্দুস সাত্তার সরকার জানান, কেন্দ্রের কৃষকবিরোধী তিনটি কৃষি আইন অবিলম্বে বাতিল করা হোক। আন্দোলনরত কৃষকদের উপর বিজেপি সরকারের বর্বর অত্যাচারের প্রতি ধিক্কার জানাই। এতজন কৃষক আন্দোলন করতে করতে শহীদ হয়ে গেলেও বিজেপি সরকার আইন বাতিল না করে প্রমাণ করছে। কৃষকরা দেশ বিরোধী ও পুঁজিপতিদের দালাল হিসাবেই কাজ করছে।