কেএলও নিয়া ভিত্তিহীন খবর প্রকাশ, প্রেস রিলিজ কেএলও প্রচার সচিবের

ডেস্ক রিপোর্ট: অসমের একটা দৈনিক পত্রিকাত কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন নিয়া প্রকাশিত খবর’ক কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন এর পক্ষ থাকি ভিত্তিহীন বুলি দাবি করি প্রেস রিলিজ প্রকাশ করা হয়। প্রেস রিলিজ প্রকাশ করেন সংগঠনের তথ্য আরহ প্রচার বিভাগের ঢোকা মাড়েঞা দাওসার লাংকাম কোচ। এই বিষয়ত সোশ্যাল মিডিয়াত ভাইরাল হয় কেএওর প্রেস রিলিজ। হামার চ্যানেল এই প্রেস রিলিজের সত্যতা যাচাই করে নাই।

প্রেস রিলিজ দিয়া উমুরা কন, অসমের দৈনিক পত্রিকা অসমিয়া প্রতিদিনের বঙ্গাইগাঁও এডিশন থাকি প্রকাশিত খবরত উল্লেখ করা হয় মইধ্যস্থতাকারীর মাইধ্যমে ভারত সরকারের নগত শান্তি আলোচনাত বসিবে। ১৮ই মে‌ প্রকাশিত এই খবর অক ভিত্তিহীন বুলি উল্লেখ করেন উমুরা। উমুরা কন, ঐ খবরত ভূল তথ্য প্রকাশ করা হয়। কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন এর কেন্দ্রীয় কমিটি ভারত সরকারের নগত কোন শান্তি আলোচনাত বসির পক্ষপাতী না হয়। এই ধরনের কোনও তথ্য কোন সংবাদ মাধ্যমত প্রকল্প করা হয় নাই বুলি দাবি উমার।

কোচ কামতাপুর জনগোষ্ঠির পক্ষ থাকি প্রচার সচিব লাংকাম কোচ দাবি করেন, উমার সংগঠন ভারত সরকারের নগত কোন শান্তি আলোচনাত বসির পক্ষপাতী না হয়। এমনকী উমুরা কন উমার যুদ্ধ উমার শত্রুর বিরুদ্ধে, উমার লক্ষ্য স্বাধীন কামতাপুর রাষ্ট্র। ভারতের উপনিবেশিক শাসন থাকি মুক্তি উমার লক্ষ্য বুলি দাবি করেন। কোচ কামতাপুর ভারত থাকি ব্যাগল আছিল বুলি দাবি কেএলওর প্রচার সচিবের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *