কেএসও এর সদর ব্লক কমিটি গঠন
নিজ খবরিয়া, জলপাইগুড়ি: শনিবার সুজন রায়ের নেতৃত্বে “কে.এস.ও” এর জলপাইগুড়ি জেলার “সদর ব্লক কমিটি”(জলপাইগুড়ি সদর) গঠন করা হল। মোট ২১ জনের কমিটি পুনর্গঠন করা হয়। কমিটির সভাপতি করা হল শচীন্দ্র বর্মনকে, সম্পাদক করা হয় তুষার রায়কে, কোষাধ্যক্ষ করা হয়েছে সঞ্জিব রায়কে এবং সহকারী কোষাধক্ষ্য করা হয় ফিরজ হোসেনকে। আজকের এই কেএসও এর কমিটি পুনর্গঠন সভায় উপস্থিত ছিলেন কেএসও এর উপদেষ্টা ত্রিদীপ সিংহ চৌধুরী, কেএসও এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সঞ্জয় রায়, কেএসও এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক অপু বর্মন, জলপাইগুড়ি জেলা কমিটির সহ সভাপতি সুজন রায় সহ অন্যান্যরা। এদিনের এই কমিটি পুনর্গঠন সভায় সংগঠনের ভিত শক্ত করার জন্য উপস্থিত বিভিন্ন ভাষনীয়ারা ভাষণ দেন ও সংগঠনকে মজবুত করা জন্য উপদেশ দেন নতুন কমিটির সদস্যদের উপর। এছাড়াও আজকের সভায় কেএসও এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক অপু বর্মন জানান, আগামী ২০২১ সালে কামতাপুরী ভাষায় পঠন-পাঠন চালু করার দাবি নিয়ে কেএসও আন্দোলন করছে, যাতে মূখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে এসে কামতাপুরী ভাষায় পঠন-পাঠন চালু করার কথা ঘোষণা করেন এজন্য কেএসও আশাবাদী মূখ্যমন্ত্রীর কাছে, কিন্তু তিনি এও জানান যে, যদি আগামী ২০২১ সালে কামতাপুরী ভাষায় প্রাথমিকে পঠন-পাঠন শুরু না হয় তবে কেএসও উত্তরবঙ্গজুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে ও প্রয়োজনে রেলরোকো, আমরণ অনশন, পথ অবরোধ করতে বাধ্য হবে।