কেন্দ্রীয় সরকারের অর্ডিন্যান্সের বিরুদ্ধে সারা ভারত কৃষক সভার প্রতিবাদ কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার :কেন্দ্রীয় সরকারের অর্ডিন্যান্স বিল প্রত্যাহারের দাবিতে বুধবার কোচবিহার-২ ব্লকের বোকালিরমঠ চৌপথিতে প্রতিবাদ কর্মসূচি পালন করল সারা ভারত কৃষক সভার কোচবিহার-২ ব্লক কমিটি। তাঁরা এদিন কেন্দ্রীয় সরকারের অর্ডিন্যান্স বিল আগুনে পুড়ে প্রতিবাদ জানায়। এই বিলে খাদ্য সুরক্ষার বিষয়টি সুরক্ষিত নেই, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণে থাকবে না, কর্পোরেট সংস্থার পক্ষে সুবিধা হবে, ফড়েরা এবং বড় ব্যবসায়ীরা অবাধে ব্যবসা করতে পারবে, কৃষকদের জন্য স্বামীনাথন কমিটির সুপারিশ বাতিল হতে পারে। কেন্দ্রীয় সরকার এই বিল এক তরফাভাবে সংসদে পাশ করবার চেষ্টা করেছে বলে সংগঠনের দাবি। এদিনের কর্মসূচিতে সংগঠনের নেতা বিনয় দে, অঞ্জন সিংহ, সুভাষ সরকার, কামিনী রায় প্রমুখ উপস্থিত ছিলেন।